সাম্প্রতিক শিরোনাম

করোনায় পুলিশ কনস্টেবল  জসিমের মৃত্যু!

জীবন বিনাশী ঘাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে মারা যান পুলিশ কনস্টেবল মো. জসিম উদ্দিন।
জসিমের (৪০) নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে বলে বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মঙ্গলবার রাতে জসিম উদ্দিন কোয়ারেন্টিনে থাকায় অবস্থায় অসুস্থ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরেই জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন।
পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখ যোদ্ধা বাংলাদেশ পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মো. জসিম উদ্দিন (৪০) করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।”

ওয়ারী থানার একটি ফাঁড়িতে কর্মরত ছিলেন জসিম।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জসিমের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লায় পাঠানো হবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানেই ধর্মীয় রীতি মেনে তাকে দাফন করা হবে।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ জসিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

ঢাকায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় জসিমসহ পুলিশের দুই সদস্যের মৃত্যু হল।
পুলিশে দুই শতাধিক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

সর্বশেষ

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...