সাম্প্রতিক শিরোনাম

করোনা ট্রাম্পকেও ছাড়ছে না, সাবধানতা অবলম্বন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আক্রান্ত হয়েছেন। করোনা ট্রাম্পকেও ছাড়ছে না। এ ভাইরাস কাউকে ছাড়ছে না।

তাই শুধু ভ্যাকসিনের মাধ্যমেই ঠেকানো যাবে তা নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মানলেই আমরা ভালো থাকতে পারবো।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পেরেছে। দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমি মনে করি। বাংলাদেশ সফলতার সঙ্গে কভিড-১৯ মোকাবিলা করেছে।

তিনি বলেন, গত ৭-৮ মাস স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করেছে, অন্যদিকে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দিয়ে এসেছে।

আমরা গত ৬-৭ মাস ধরে কাজ করেছি। মৃত্যুর হারও কমে এসেছে।

ভারত ও আমেরিকায় করোনা পরিস্থিতির উদাহরণ টেনে ডা. জাহিদ মালেক বলেন, আমেরিকাতে রোজ এক হাজার মানুষের মৃত্যু হচ্ছে, প্রতিদিন ২ লাখ মানুষ শনাক্ত হচ্ছেন। তাদের দেশের জনসংখ্যা আমাদের দ্বিগুণ। সেই হারে ধরলে আমাদের দেশে মৃত্যু হতো এক লাখের বেশি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সেসব মোকাবিলা করছি। কভিড মোকাবিলার বিষয়টি মাথায় রেখেই আমরা কাজ করে গেছি। নন-কভিডদেরও চিকিৎসা পুরোদমে চলছে। সব ধরনের কাজ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...