সাম্প্রতিক শিরোনাম

করোনা নিয়ে বিএনপি কোন রাজনীতি করছে না সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিচ্ছে-মির্জা ফখরুল

করোনা ভাইরাস নিয়ে বিএনপি কোন রাজনীতি করছে না।শুধু মোকাবিলায় সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভূমিকা রাখছে বিএনপি। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব। এদিন সকাল থেকে করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা তৈরিতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ শুরু করেন ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, বিশ্বজুড়ে করোনাভাইরাস একটা মহামারী আকার ধারণ করেছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমরা করোনাভাইরাস নিয়ে কোনো রাজনীতি করছি না।করোনা নিয়ে পর্যাপ্ত সচেতনতা সৃষ্টি করা হয়নি জানিয়ে তিনি বলেন, আজকে বিশ্বের প্রত্যেকটি দেশে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য জরুরি অবস্থা ঘোষণা করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়নি। এটিকে প্রথমে গুরুত্বই দেয়া হয়নি। তাদের ভাষ্যমতে, তিনজন আক্রান্ত হওয়ার পর কিছু কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তারা অনেক দেরি করে করোনার প্রতিরোধমূলক ব্যবস্থা শুরু করেছে। বিশেষ বর্ষ পালনের কারণে তারা এদিকে নজর দিতে পারেনি। বিশ্বজুড়ে এ ভাইরাস সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই। দুর্ভাগ্য যে আমাদের উন্নয়নের ডামাডোল বাজানো হচ্ছে; কিন্তু স্বাস্থ্য খাত এতই দুর্বল যে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
বিএনপির দায়িত্বশীল রাজনীতি করছে জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের যে দায়িত্ব আমরা সে দায়িত্ব পালন করছি। তাই আজকে আমরা লিফলেট বিতরণ করছি। সারা দেশে আমরা আমাদের সব শাখাকে বলে দিয়েছি তারা তাদের অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি করবে এবং আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে।
বেগম জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, দেশনেত্রীর মুক্তি আজ একটি জাতীয় দাবি– গণদাবি। এর সঙ্গে রাজনীতির কোনো প্রশ্ন নেই। মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এসময় তাঁর সঙ্গে অন্যন্যদের মধ্যে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নয়াপল্টন এলাকায় করোনো ভাইরাস সচেতনতা সম্পর্কিত লিফলেট বিতরণ করেন মহাসচিব।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...