নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাসের আতংকে পুরো বিশ্বই লকডাউন। এর মাঝে কিছু কিছু দেশ লকডাউন সম্পূর্ণ তুলে দিয়েছে কিন্তু বাংলাদেশ লকডাউন তুলে না নিলেও কিছুটা শিথিল করেছে। এরই প্রেক্ষিতে করোনা পরিস্থিতির অবনতি হলে কঠোর লকডাউনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৩০ শে মে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাধারণ ছুটি শিথিলের পরিণতি খারাপ হতে পারে বলে আশংকা প্রকাশ করে ঐ কমিটির উপদেষ্টাবৃন্দ। সেই বৈঠকে জানা যায়, পরিস্থিতির কিছুটা অবনতি হলেই সাধারণ ছুটি ঘোষণা হবে এবং তা হবে আরও কঠোর আকারে।
শনিবার অনুষ্ঠিত সেই সভায় কমিটির এক সদস্য জানান, তিনি সাধারণ ছুটি আরেকটু বাড়ানোর পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আরও ১৫ দিন আমাদের পর্যবেক্ষণ করা উচিত। সংক্রমণ বেড়ে গেলে আবারও সাধারণ ছুটি ঘোষণা হবে। প্রধানমন্ত্রী বলেন, এর মধ্যে কলকারখানা সহ সকল উৎপাদন শিল্পসমূহ তাদের উৎপাদন বৃদ্ধি করুক। প্রধানমন্ত্রী আরও বলেন, গরীব মানুষের কথা চিন্তা করেই লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। তিনি টেস্ট বাড়ানোরও নির্দেশ দেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের এই পরিস্থিতি সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন বলেও প্রধানমন্ত্রী জানান।