প্রাণ ঘাতক করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য দেশে আরও সাতটি স্থানে পরীক্ষাগার স্থাপন ও আরও দুইটি হাসপাতাল প্রস্তুতকরা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।
আজ ২১ মার্চ শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
খবর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালকে সঙ্গরোধের জন্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য আরও সাত জায়গায় ল্যাব স্থাপন করা হয়েছে।