করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করছে গণফোরাম। মঙ্গলবার গণফোরামের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া এক বিবৃতিতে তাদের ক্ষোভ ব্যক্ত করেন।
এ বিবৃতিতে বলা হয়, সরকার সাধারণ ছুটি প্রত্যাহারে এ ভাইরাস আরও সংক্রমিত হবে কিন্তু জাতীয় কারিগরি উপদেষ্টা কমিটির সুপারিশকে কেন অগ্রাহ্য করা হলো এর জন্য জনগণের মনে চাপা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এতে আরও বলা হয়, সরকার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংক্রমণ যদি আরও বিস্তর পরিসরে ছড়িয়ে পড়ে তবে সরকার কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করবে তা জনগণ জানতে চায় এই কথাও বিবৃতিতে উঠে আসে।
এমনকি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে তথ্যে জনগণের আস্থা নেই বলে এই বিবৃতিতে উঠে আসে। সরকারি ত্রাণ গরীব মানুষের কাছে পৌছায়নি, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে এবং সরকারের ব্যর্থতায় সরকারি সহযোগিতা না পৌছায় জনগণ হতাশ বলে এই বিবৃতিতে বলা হয়।