বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে আগামীকাল ৪ এপ্রিল শনিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি।
আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। তার সঙ্গে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।
দলীয় চেয়ারপারসনের বাসার নিরাপত্তা ইস্যু ছাড়াও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি ও করোনাভাইরাস নিয়ে দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়েও তারা কথা বলবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি অবস্থা থেকে মুক্তি পান গত ২৫ মার্চ। মুক্তি পেয়ে রাজধানীর গুলশানের ভাড়া বাসায় ওঠেন তিনি। ওইদিনই তার একান্ত ব্যক্তিগত সচিব আব্দুস সাত্তার তার নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন।
৯ দিন অতিবাহিত হলেও পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।