রাসেল কবির মুরাদঃ পযটন কেন্দ্র কুয়াকাটায় রাষ্ট্রপতি এ্যাডভোকেট মো.আবদুল হামিদ আগামী মঙ্গলবার সফর করবেন। তাঁকে স্বাগত জানানোর জন্য উপজেলা প্রশা’সনের পক্ষ থেকে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।
রাষ্ট্রপতির প্র’টোকল অফিসার মুহাম্মদ মুরাদুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪ টায় রাষ্ট্রপতি ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কুয়াকাটা পযটন মোটেল ইয়ুথ ইন সংলগ্ন হ্যালিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি গার্ড অব অনার গ্রহন করবেন।
বিকেলে তিনি সূযার্স্ত অবলোকন করবেন। রাতে স্থানীয় প্র’শাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। রাষ্ট্রপতি কুয়াকাটায় পযটন মোটেল ইয়ুথ ইনে রাত্রি যাপন করবেন।
৫ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। সেখান থেকে তিনি ঢাকায় ফিরবেন।
কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, রাষ্ট্রপতির সফর সফল করার জন্য সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।