গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ সংক্রমণে ২২ জনের মৃত্যু হয়েছে; নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৪৪ জনের, মোট শনাক্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।
আজ বুধবার কোভিড-১৯ সংক্রমণে পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইল বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।