রাজধানীর ক্যাসিনো হোতা ও টর্সার সেলে নিয়ে নির্যাতন চাঁদাবাজি সহ নানান কেলেঙ্কারিতে জড়িত আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশকারী যুবলীগ নেতা সহ কয়েকজনের বিরুদ্ধে মানিন্যান্ডারিং আইনে মামলা হলো।
সামপ্রতিক সময়ে অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গ্রেপ্তার তৎকালীন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুঁইয়ার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছেন সিআইডি। মামলায় খালেদ ছাড়াও আইয়ুব, দিন মজুমদার ও আবু ইউনুস ওরফে আবু হায়দার নামে আরও তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।
সিআইডির পরিদর্শক ইব্রাহীম হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন। মামলায় খালেদ ও তার প্রতিষ্ঠান মালয়েশিয়ার একটি ব্যাংকে টাকা পাচার করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, প্রাথমিক অনুসন্ধানে খালেদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অপরাধের প্রমাণ মিলছে।
গত বছরের ১৮ সেপ্টেম্বর ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুঁইয়াকে আটক করে র্যাব। পরে তাকে দল থেকে বহিষ্কারও করা হয়।