করোনা মহামারীর পরেই পৃথিবীতে শুরু হয়েছে বিশ্বমন্দা। প্রতিটি দেশের অর্থনীতি এখন বিপর্যস্ত, তার প্রভাব সবচেয়ে বেশি পড়ে গরীব খেটে খাওয়া মানুষের উপর। এর জন্যই লকডাউন কিছুটা শিথিল করেছে সরকার। মানুষের জীবন বাঁচাতেই এ সিদ্ধান্ত বলেন প্রধানমন্ত্রী।
করোনা পরিস্থিতিতের মাঝেই সামনে বাজেট। এরই মাঝে এক বৈঠকে বসলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এ সময়ে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা সম্মেলন কক্ষেই অংশ নেন।
বৈঠকের শুরুতে সূচনা বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি করোনা পরিস্থিতিতে বাজেট ও প্রকল্প প্রণয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন। বলেন, গরীব মানুষের কষ্টে যেন দিন কাটাতে না হয় তার জন্য লকডাউন শিথিল করা হয়েছে। এ সময়ে তিনি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান এবং বলেন, ব্যক্তি পর্যায় থেকেই সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। এ সময়ে প্রতিটি হাসপাতালে অক্সিজেন সরবরাহের নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী।















