গুজব সৃষ্টিকারীদের প্রশাসনের হাতে তুলে দিন আতঙ্কিত না হয়ে ধৈর্যের সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক,সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ ২৭ মার্চ শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ভাইরাসের সংক্রমণের ভয়ে সারা বিশ্বে কোটি কোটি মানুষ গৃহবন্দী রয়েছে। জনস্বাস্থ্যের নিরাপত্তা হুমকির পাশাপাশি দরিদ্র ও সীমিত আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী বিশ্ব অর্থনীতিতে মন্দার পূর্বাভাসও এসেছে। “আমি বিশ্বের এই সংকটকালীন মুহূর্তে সমাজের ধনী ও বিত্তবানদের প্রতি আমাদের চারপাশে খেটে খাওয়া-দিনমজুর-অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি।”
করোনাভাইরাসের অর্থনৈতিক প্রতিঘাত মোকাবেলায় শেখ হাসিনার সরকারের বিশেষ প্রণোদনা ব্যবস্থা ও দরিদ্র মানুষের সাহায্যের কথাও তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, “আমি সরকারের পাশাপাশি আওয়ামী লীগের সকল নেতা-কর্মী ও বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।”
দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সরকারের নেওয়া কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি আরো বলেন, আপনারা কোনো অবস্থাতেই আতঙ্কিত হবেন না। ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশ প্রেম নিয়ে একযোগে আমাদের সবাইকে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।