চীনের ভ্যাকসিন ট্রায়ালের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

সিনোভেক ভ্যাকসিনের বাংলাদেশের ট্রায়াল করার অনুমোদন পেল আইসিডিডিআর,বি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ে এক সভায় এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন দেশের ট্রায়াল ছাড়া কোনো ভ্যাকসিন ব্যবহার করা হবে না।

আগে বিএমআরসি চীনের বেসরকারি সিনোভেক কম্পানির উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে করার জন্য সরকারের কাছে অনুমোদন চেয়েছিল আইসিডিডিআর,বি।

বাংলাদেশে যারা স্বেচ্ছায় করোনা টিকার ট্রায়াল করতে আগ্রহী হবে তাদেরকেই অনুমতি দেয়া হবে।   

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তবে ডিসেম্বর-জানুয়ারির আগে কোন টিকা বাজারে আসবে না।

করোনার টিকা পেতে বিশ্ব সংস্থার কাছে বাংলাদেশ জুলাই মাসে আবেদন করেছে।