ড. কামাল হোসেন বলেছেন, বর্তমান পরিস্থিতিতে জণগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্য দিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে দুর্নীতি হচ্ছে।
তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না। এ অবস্থায় জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
ভার্চুয়াল বক্তব্যে তিনি আরো বলেন, এবার বন্যায় ও নদী ভাঙ্গনে কৃষকদের ফসল মার খেয়েছে, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
বন্যা ও নদী ভাঙ্গনের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। করোনা ও নদী ভাঙ্গনে আক্রান্ত অসহায় মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
দেশের সকল সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যে জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। এই লক্ষ্যে গণফোরামের আহবায়ক কমিটিসহ সকল জেলা-উপজেলা নেত্রীবৃন্দকে উদ্যোগ নিতে হবে। জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
মেজর সিনহার হত্যাকাণ্ড দেখিয়ে দিল দলীয়করণকৃত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে।
অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ড. রেজা কিবরিয়া, আ ও ম শফিক উল্লাহ, মুহসিন রশীদ, মোশতাক আহম্মেদ, সেলিম আফার, মো. ইসমাঈল, হারুন তালুকদার, শাহ নুরুজ্জামান, কায়সার, শফিউর রহমান বাচ্চু, লিঙ্কন প্রমুখ।