জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিল- ইউএনএইচআরসি) সদস্যপদের জন্য শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে ভোট চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। পাশাপাশি রোহিঙ্গা ফেরাতেও সহায়তা চান তিনি।
শুক্রবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে এক বৈঠকে তিনি এই ভোট চান।
রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য।
আবারও আমরা এই পদে লড়তে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে ভোট চেয়েছি।
মিয়ানমারের বন্ধুরাষ্ট্র শ্রীলঙ্কা। সে কারণে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কাছে রোহিঙ্গাদের ফেরাতে সহযোগিতা চেয়েছি। আমরা জানিয়েছি, চার বছর হলেও তারা রোহিঙ্গাদের ফেরত নিচ্ছে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। দু’দিন সফর শেষে শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।