বিভাগ জাতীয়

জামিনে মুক্ত থাকলেও সুচিকিৎসা পাচ্ছেন না খালেদা জিয়া: ফখরুল

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত থাকলেও সুচিকিৎসা পাচ্ছেন না। এই মুহূর্তে দেশের হাসপাতালগুলোতে যাওয়া যাচ্ছে না। বিদেশে চিকিৎসা নেওয়ার মতো কোনো সুযোগও পাচ্ছেন না তিনি।

শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশনেত্রী খালেদা জিয়া জামিনে মুক্ত থাকলেও সুচিকিৎসা পাচ্ছেন না। কারণ, এই মুহূর্তে দেশের হাসপাতালগুলোতে যাওয়া যাচ্ছে না এবং বিদেশে চিকিৎসা নেওয়ার মতো কোনো সুযোগ পাচ্ছেন না। ফলে বাস্তবিক অর্থে তার স্বাস্থ্যের যে উন্নতি হওয়ার কথা ছিল তা হচ্ছে না।

দেশনেত্রী খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন এবং কারাগারের বাইরে ছিলেন, তখন প্রতিবার আমরা তাঁকে নিয়েই কবর জিয়ারতে এসেছি। দুর্ভাগ্য, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করে রাখা হয়েছে এবং বিভিন্ন শর্ত আরোপ করে রাখা হয়েছে। আমরা বরাবরই যখন কবর জিয়ারত করতে আসি তখন আমাদের সঙ্গে হাজার হাজার নেতাকর্মী থাকেন। কিন্তু আজকে এই কভিড-১৯-এর কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে এবং আমাদের নেতাকর্মী ও জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোথাও কোনো সমাবেশে অংশগ্রহণ করব না।

তাই আজকে শুধু দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতার কবর জিয়ারত করতে এসেছি।

বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি বিএনপির আহ্বান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির যে সভা হয়েছে, সেই সভায় আমরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি এবং সে অনুযায়ী সারা দেশের নেতাকর্মীদের তাদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানিয়েছে, উদাসীনতা ও অবজ্ঞা বাদ দিয়ে তারা যেন অবিলম্বে বন্যাকবলিতদের শুধু ত্রাণ নয়, পুনর্বাসনের ব্যবস্থা করেন। এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে অনেকে আশঙ্কা করছেন। সে ক্ষেত্রে তাদের লংটাইম পরিকল্পনা নিতে হবে। যেটা তারা কখনোই করেন না এবং অন্যের মতামতকে কখনোই প্রাধান্য দেন না। আমাদের যে সীমাবদ্ধতা আছে, তার মধ্যেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কমিটি করেছি এবং আমাদের কাজ চলছে।

উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা

ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…

August 24, 2025

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…

April 24, 2025

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…

February 26, 2025

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…

December 29, 2024

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…

September 21, 2024

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…

March 4, 2024
Sponsored