করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিবন্ধন করেছেন। তবে এখন পর্যন্ত তাকে টিকা নেওয়ার তারিখ জানানো হয়নি।
সোমবার (১২ জুলাই) খালেদা জিয়ার চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলটির প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া গত ১৪ এপ্রিল তিনি কোভিডে আক্রান্ত হন। প্রথম তিন সপ্তাহ বাসায় তার চিকিৎসা চলে। পরে জটিলতা দেখা দিলে তাকে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় যা এখনো কার্যকর রয়েছে। তবে দীর্ঘ ৫৩ দিন সেখানে থাকার ১৯ জুন গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি।