ভাঙনকবলিত এলাকায় বাঁধ নির্মাণে জরুরি কাজের চেয়ে স্থায়ী কাজের প্রতি বেশি জোর দিচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয় বলে জানান, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তিনি গতকাল সকালে মাদারীপুর শহররক্ষা বাঁধের ধস এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে এনামুল হক শামীম মাদারীপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পৌরসভা সম্মলেন কক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রাণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আমিনুল হক, ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।