স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হয়ে যে ওষুধ সেবন করেছেন বাংলাদেশিদের জন্য খুব শিগগিরই সেটি আমদানি করা হবে।
করোনার ভ্যাকসিন আমদানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দেয়া মাত্রই তা দেশে আনা হবে।
শনিবার দুপুরে মানিকগঞ্জে এক সুধী সমাবেশে মন্ত্রী এমন কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট যে ওষুধ পেয়েছে করোনাকালীন সে ওষুধ আমরা সবার জন্য আনার চেষ্টা করছি। এখনও কোনো ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি।
যাদের সম্ভাবনা আছে তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মোটামুটি আমরা ফাইনাল করে ফেলেছি। যখনই অনুমোদন পাবে আমরাও ভ্যাকসিন নিয়ে আসব বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।