আওয়ামী লীগ ও বিএনপি’র অংশগ্রহণে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে আজ শনিবার ভোটগ্রহণ শুরু হয়েছে।
সকাল ৯টা থেকে বিরতি ছাড়াই বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দু’টি আসনেই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।
নির্বাচন ঘিরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে আট প্লাটুন বিজিবি।
এছাড়া নির্বাচনি মাঠে রয়েছে র্যাব, পুলিশ, আনসার সদস্যরা। করোনা মহামারী মধ্যে এটি দ্বিতীয় সংসদীয় উপ- নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে স্বাস্থ্যবিধি মেনেই নেয়া হবে ভোট।
ঢাকা -৫ আসনে আওয়ামী লীগের মনোনীত মো. কাজী মনিরুল ইসলাম ও বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমেদসহ ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন।
অন্য চার প্রার্থী হলেন- জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূঁইয়া, এনপিপি’র মো. আরিফুর রহমান ও বাংলাদেশ কংগ্রেসের মো. আনসার হোসেন সিকদার।
দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা ও মতিঝিল থানার ১৪টি ওয়ার্ড (৪৮-৫০, ৬০-৭০) নিয়ে গঠিত সংসদীয় আসনে ১৮৭টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন ভোটার রয়েছে।
এরমধ্যে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ ও ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
নওগাঁ-৬ আসনে তিন সংসদ সদস্য প্রার্থী হলেন-আওয়ামী লীগের আনোয়ার হোসেন (হেলাল), বিএনপি’র শেখ মো. রেজাউল ইসলাম ও এনপিপি’র মো. খন্দকার ইন্তেখাব আলম। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন।