বিশ্বব্যাপী জীবন বিনাশী মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ ২১ মার্চ শনিবার রাত ১২ ঘটিকা থেকে ৩১ মার্চ পযর্ন্ত দেশের সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশেষ কারণে চায়না সাউদার্ন, ক্যাথে প্যাথেফিক ও থাই এয়ারওয়েজ চালু থাকবে।
আজ শনিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেছেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি বন্ধ রয়েছে। কেবল সিলেট বিমানবন্দর থেকে ঢাকা-লন্ডন বিমান চলাচল করার অনুমতি রয়েছে।বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, আগের মতো লন্ডন ও ম্যানচেস্টারে বিমান চলাচল অব্যাহত থাকবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ উল আহসান একটি জাতীয় সংসদ মাধ্যমকে বলেন, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসেফিক ও থাই এয়ারওয়েজ ছাড়া দেশের সব বিমানবন্দর থেকে আজ রাত ১২টা থেকে অন্যসব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।