করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের প্রতিটি সরকারি হাসপাতালে আইসিইউ স্থাপন ও অক্সিজেন সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (০২ মে) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় এ নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল নাগরিকের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপন ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
করোনার প্রভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতায় স্থবির অবস্থা সৃষ্টি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের কষ্ট লাঘবেই লকডাউন শিথিল করে শর্ত সাপেক্ষে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এসময় অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ব্যক্তি পর্যায় থেকেই সচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।