বিভাগ জাতীয়

দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৯ জনের,শনাক্ত ৩০৯৯ সুস্থ ৪৭০৩

সাম্প্রতিক সংবাদ
মুনতাহা মিহীর
Sponsored

চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

আজ ১৩ জুলাই সোমবার দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের মতো অনলাইন স্বাস্থ্য বুলেটিনে দেশের সর্বশেষ তথ্য জানান অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

ডাঃ নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে ৭৭ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৩৫৮ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৪২৩ টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৫২ হাজার ৯৪৭ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো দুই হাজার ২৩৯১ জনের পাশাপাশি গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৭০৩ জন  মোট ৯৮ হাজার ৩১৭ জন।

বুলেটিনে ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪.৯৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২.৬১ শতাংশ,  মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আজ মৃতদের লিঙ্গ বিভাজনে পুরুষ ৩০ নারী ৯ জন।

এদিকে ডব্লিউএইচও বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ২ লাখ ৩০ হাজার ৩৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। একদিনে এর আগে এত সংখ্যক মানুষ আর কখনও আক্রান্ত হয়নি।

দৈনিক আক্রান্তের হিসাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর আগে গত ১০ জুলাই বিশ্বে রেকর্ড সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছিল বলে জানায় ডব্লিউএইচও। ওইদিন বিশ্বে ২ লাখ ২৮ হাজার ১০২ জন করোনায় আক্রান্ত হয়েছিল। তবে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা স্থিতিশীল রয়েছে। প্রতিদিন বিশ্বে প্রায় পাঁচ হাজার করে মানুষের মৃত্যু হচ্ছে।

আমেরিকা মহাদেশেই অধিকাংশ আক্রান্তের ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকা মহাদেশের ১ লাখ ৪২ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ায় ৩৩ হাজার ১৭৩, ইউরোপে ১৮ হাজার ৮০৪, আফ্রিকা ১৭ হাজার ৮৮৪, পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগর এলাকায় ১৫ হাজার ৩৬১ ও পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ২ হাজার ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রেকর্ড সংখ্যক আক্রান্তের পাশাপাশি এদিন ৫ হাজার ২৮৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের অধিকাংশই আমেরিকা মহাদেশের বাসিন্দা। বার্তা সংস্থা রয়টার্সের হিসাবে- বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখের দিকে এগোচ্ছে। আর মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ।

Sponsored
Leave a Comment

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…

January 12, 2024

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…

January 10, 2024

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…

January 7, 2024

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার…

January 6, 2024

এমনটা কেনো করলেন এ. আর রহমান?

হিরো আলম রবীন্দ্র সঙ্গীত গাওয়ার পর সারা দেশে হইচই শুরু হয়ে যায়। এমনকি ওই প্রতিবাদের…

November 12, 2023

ন্যানোমিটার সেমিকন্ডাক্টর বা চীপ তৈরিতে নিজের শক্ত অবস্থান জানান দিচ্ছে চীন

বর্তমানে পশ্চিমা বিশ্বের সাথে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে বড় ধরনের যুদ্ধ চালিয়ে যাচ্ছে রেড জায়ান্ট চীন।…

September 25, 2023
Sponsored