প্রানঘাতী মহামারী করোনা ভাইরাসে বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলোর মধ্যে শীর্ষ ২০ এর পর্যায়ে।মানুষের জীবন জীবিকার কথা ভেবে সরকার কিছুটা শীতিলতা আনায়নের চতুর্থ দিনে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছে ২৪২৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৫৭ হাজার ৫৬৩ মৃত্যু হয়েছে আজও ৩৫ জনের সর্বমোট মৃতের সংখ্যা ৭৮২ জন। করোনা জয়ী হয়ে নতুন করে আরো ৫৭১ জন সহ মোট ১২ হাজার ১৬১ জন ঘরে ফিরেছেন।
আজ ৪ জুন বৃহস্পতিবার অপরাহ্নে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৯৪টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও দুই হাজার ৪২৩ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন।
ডা. নাসিমা সুলতানা বলেন, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১৬১ জনে।
তিনি আরও বলেন, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ছয় জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন।
এদিকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের ৬৫ লাখ ৭৪ হাজার ৫৮৫ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ১৫ হাজার ৩৬১ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ১৯৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩১ লাখ ৭১ হাজার ১৭৭ জন সুস্থ হয়ে উঠেছে এবং তিন লাখ ৮৮ হাজার ৪৭ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।