চট্টগ্রামের সিটি নির্বাচন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে।
ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে। দিনের ভোট রাতে হয়।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীরের কাছে ১৯টি লিখিত অভিযোগ দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
ক্ষমতাসীনরা ভোটারদের ভোটাধিকার মনেপ্রাণে ঘৃণা করে। জালিমশাহের নির্বাচন নমরুদ-ফেরাউনের আমলকেও হার মানিয়েছে।
এ দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের হত্যারকারী ঘাতক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এবং হুকুমের আসামি সরকারপ্রধান।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, প্রশাসন ও দলীয় কর্মী মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোটের আগে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে।
ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে। প্রশাসন ও দলীয় কর্মী মিলেমিশে একাকার হয়ে গেছে।
তিনি আরও বলেন, এই সিইসি গণতন্ত্রের হত্যাকারী। বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন সুষ্ঠু নির্বাচন অচেনা হয়ে থাকবে।
চট্টগ্রাম সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগ জানায় বিএনপির প্রতিনিধি দল।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে কমিশন সচিবের সঙ্গে দেখা করে লিখিত আভিযোগ জানায়।
বিএনপির অভিযোগের মধ্যে রয়েছে, সকালে ভোট শুরু হওয়ার পর থেকেই সব ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। তাদের সহযোগিতা করেছে পুলিশ।
ক্ষমতাসীন দলের লোকেরা বিএনপির এজেন্টদের কোনো কেন্দ্রেই ঢুকতে দেননি। ভোটের দিন সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রায় ৫ শতাধিক কেন্দ্র প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment