দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৬ জনসহ মোট ৩৩ জন আক্রান্ত রোগী রয়েছেন। আইসোলেশনে রয়েছেন ৫১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন ৪৬ জন।
এপর্যন্ত করোনাক্রান্তে ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ ২৩ মার্চ সোমবার বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিং এ আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরা বলেছেন,বিশ্বে এ পর্যন্ত করোনাক্রন্ত ২লক্ষ ৯২ হাজার ১৪২জন।২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ২৬ হাজার ৬৯ জন। মোট মৃত্যুর সংখ্যা ১২৭৮৪ গত ২৪ ঘন্টায় ১৬০০জনের মৃত্যু হয়েছে
দক্ষিণ এশিয়ায় সর্বমোট রোগীর সংখ্যা ১২৫৭ গত ২৪ ঘন্টায় ২৭৮ সর্বমোট মৃত্যুর সংখ্যা ৪৫গত ২৪ ঘন্টায় ৭ জন।
বাংলাদেশে সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬২০ গত ২৪ ঘন্টায় ৫৬ জন। আইসোলেশনে এ মুহুর্তে করোনা নিশ্চিত ও সম্ভ্যাব্য ৫১ জন বিভিন্ন প্রতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন ৪৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৬ জনসহ মোট করোনাক্রন্তের সংখ্যা ৩৩ জন,মোট মৃত্যুর সংখ্যা ৩ জন। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে ১ জন ডা.২ জন নার্স আক্রান্ত হয়েছেন।
ডা.মীরজাদী করোনা মোকাবেলায় জনসচেতনতাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বলেছেন, সকল নাগরিকদের একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া উচিত। ইতিমধ্যে সকল সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে তারমধ্যেও যদি কারও কোন এধরনের কিছু থেকে থাকে তাহলে সেগুলোকে স্থগিত করা অত্যাবশক।
তিনি বারংবার জনসাধারণকে ঘরে থাকারই পরামর্শ দিয়েছেন। অসুস্থ কারো সংস্পর্শে না যাওয়া এবং শুধু মাত্র চিকিৎসা বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ ব্যাতীত কারো বাইরে বের হওয়া অনুচিত।