রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, নদী ভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে যাতে কোনো মানুষ কষ্টে না ভোগে সেজন্য তাদের সহযোগিতায় প্রস্তুত রয়েছে সরকার।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নে সম্প্রতি বন্যায় করতোয়া ও পাথরাজ নদী ভাঙন এলাকা, ক্ষতিগ্রস্ত রাস্তা ব্রিজ পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
তিনি পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ।
রেলমন্ত্রী বলেন, আকস্মিক বন্যায় এ এলাকার মানুষ যাতে দুর্ভোগে না থাকে সেজন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, প্রতিষ্ঠান, বসতবাড়ি নদী ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।