ভার্চুয়াল আদালতে গত ১১ মে থেকে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হওয়ার পর থেকে গত ১৬ জুলাই পর্যন্ত মোট ৪৫ কার্যদিবসে সারাদেশে নিম্ন আদালত থেকে শিশুসহ এক লাখের বেশি ব্যক্তিকে জামিন দেওয়া হয়েছে। এরমধ্যে কারাবন্দি ৬০৪০৭ জনকে জামিন দেওয়া হয়েছে। জামিন পাওয়াদের মধ্যে ৬৯৮টি শিশুও রয়েছে। আর গত দুই সপ্তাহে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন পেয়েছেন ৪০৯৮৬ জন। সবমিলে এক লাখ এক হাজার ৩শ ৯৩ জন জামিন পেয়েছেন।
নিম্ন আদালতে গত ১১ মে থেকে গত ১৬ জুলাই পর্যন্ত ভার্চুয়াল শুনানি নিয়ে ১ লাখ ২০ হাজার ৯০৪টি জামিন আবেদন নিষ্পত্তি করে কারাবন্দী ৬০ হাজার ৪০৭ জনকে জামিন দেওয়া হয়েছে। এরমধ্যে গত ১২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ৫ কার্যদিবসে ১৩ হাজার ৮৬৭টি আবেদন নিষ্পত্তি করে ৫ হাজার ৭৩০ জনকে জামিন দেওয়া হয়েছে।
আজ রবিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৬ মার্চ থেকে সারাদেশে নিয়মিত আদালত বন্ধ। এ প্রেক্ষাপটে ভার্চুয়াল আদালত চালু করতে গত ৯ মে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এরপর ১১ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম শুরু হয়। সারাদেশে আদালতগুলোতে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করা হচ্ছে। আর গত ৫ জুলাই থেকে স্বশরীরে আত্মসমর্পন করেও জামিন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
এছাড়া গত ৫ জুলাই থেকে সারাদেশে ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন মামলায় আসামিদের আত্মসমর্পন শুরু হয়। ওইদিন থেকে ১৬ জুলাই পর্যন্ত ১০ কার্যদিবসের ওই আদালত থেকে ১১৯০৭টি মামলায় স্বশরীরে আত্মসমর্পনকারী ৪০ হাজার ৯শ ৮৬ আসামি জামিন পেয়েছেন। এরমধ্যে শেষ সপ্তাহে জামিন পেয়েছেন ১৭ হাজার ৫শ ৯০ জন।
ঢাকা, ২৪ আগস্ট ২০২৫: পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফাইজুর…
বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের…
"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড"…
আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
Leave a Comment