নীলফামারীতে খাদ্য সহায়তা পেয়েছে করোনা পরিস্থিতিতে ঘরবন্দি দুই হাজার ৯০০ প্রতিবন্ধী। রবিবার নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সহযোগিতায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় ওই সহযোগিতা।
সকাল ১১ টার দিকে সংসদ সদস্যের পক্ষে তাঁর জেলা শহরের বাসভবনের সামনে ওই বিতরণ কাজ শুরু করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম। পরে উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিবন্ধীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রি।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত তহবিল থেকে দুই হাজার ৯০০ প্রতিবন্ধীর মাঝে পাঁচ কেজি করে চাল, দুই কেজি আলু, আধা কেজি ডাল এবং একটি করে সাবান বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ১৫ টি ইউনিয়নের নেতাকর্মীরা এসব সামগ্রি উপকারভোগিদের বাড়িতে পৌঁছে দিয়েছেন। একই ভাবে এর আগে চার হাজার ৭০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এদিকে রবিবার সকাল ১১ টার দিকে জেলা শহরের উম্মুক্ত মঞ্চে ১২০ দলিত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে উন্নয়ন সংস্থা ইএসডিও। জেলা সদর এবং ডোমার উপজেলার এসব পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, দুই কেজি আলু এবং আধা কেজি করে লবন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পী ও সাধারণ সম্পাদক শীষ রহমান।