সুজন চৌধুরী, আলীকদমঃ বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নে পবিত্র ইদুল- ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী’র ঈদ-উল – ফিতরে উপহার পেলেন ২ হাজার ৫০ টি অসহায় ও দু:স্থ পরিবার।
আজ সোমবার (১০ মে) সকাল ১২ টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত নগদ অর্থ ২ হাজার ৫০ টি পরিবারের হাতে তুলে দেন নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা সভাপত্বিতে উপস্হিত ছিলেন মংব্রাচিং মার্মা সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, আলীকদম উপজেলা শাখা,নয়াপাড়া ইউনিয়নে ট্যাগ অফিসারের দায়িত্বে ছিলেন আলীকদম উপজেলা তথ্য আপা সেবা কর্মকর্তা মোছাম্মৎ রুমানা ইসলাম রুমু।
এসময় ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন- আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের সর্বমোট ২ হাজার ৫০ টি অসহায়, দু:স্থ পরিবারকে ওয়ার্ড অনুযায়ী বিভাজন করে ১ থেকে ৯ টি ওয়ার্ডে বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। সংশিষ্ট ওয়ার্ড মেম্বারের তালিকার মাধ্যমে বিভাজন করে প্রত্যক জনকে নগত ৪৫০ টাকা হারে সবর্মোট ৯ লক্ষ ২২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হচ্ছে। তিনি নগত অর্থ বিতরণের সময় নয়াপাড়া ইউনিয়নের সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
সভাপতি মংব্রাচিং মার্মা বলেন – করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী’র ঈদ উল ফিতর এর উপহার জনগণের কাছে পৌঁছে দিতে পেরে সুফল ভোগীরা আনন্দ পেয়েছে। তিনি জনগণের উদ্দেশ্য করে আরো বলেন বর্তমান সরকারে স্বাস্হ্য বিধি নিয়ম নীতি মেনে চলবেন, নিয়মিত সাবান বা হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহার করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাওয়ার অনুরোধ করেন সকল কে।