পথশিশুদের জন্ম নিবন্ধন বিনামূল্যে করার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতরে পদার্পণ করেছে। উন্নয়নমুখী বাংলাদেশে কোন শিশু রাস্তায় রাস্তায় ঘুরে মানবেতর জীবনযাপন করবে শিশুবান্ধব প্রধানমন্ত্রী তা চাইবেন না। তাই সরকার ভোটার তালিকা যদি বিনামূল্যে তৈরি করতে পারে তাহলে পথশিশুদের জন্ম নিবন্ধনও বিনামূল্যে করতে পারবে। মুজিববর্ষকে সামনে রেখে এবিষয়ে বিশেষ পদক্ষেপ নিতে হবে। তিনি শিশু অধিদপ্তরের কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানান।
শিশু অধিকার নিশ্চিত করতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের কল্যাণে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তার ধারাবহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুদের কল্যাণে সবসময় উদারতার পরিচয় দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামীতে কোন শিশু পথে থাকবে না এবং সকলেই জন্ম নিবন্ধন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যাদের থাকা ও খাওয়ার কোন ব্যবস্থা নেই তারা জন্ম নিবন্ধনের জন্য অর্থ পাবে কোথায়? তাদের বিশেষ ব্যবস্থায় নিবন্ধনের ব্যবস্থা করতে হবে। জন্ম নিবন্ধনের পাশাপাশি পথশিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।