করোনা চলে আসার কারণে আমাদের জীবন, সারা পৃথিবীর মানুষের জীবন সংকটাপন্ন, সেই সময়ে পরিবেশের জন্য সারা পৃথিবীতে কাজ হয়েছে।
কিন্তু বাংলাদেশ পরিবেশ আন্দোলনে যারা প্রথম সারির দাবি করেন, তাদের আপনারা কখনও কোথাও পরিবেশের আপদকালীন সময় পরিবেশ নিয়ে কথা বলতেও দেখেননি, কাজও করতে দেখেননি।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ সমালোচনা করেন।
দেলোয়ার হোসেন বলেন, বিপর্যয়ের সময়ে একটি বৃক্ষরোপণ করার জন্য যদি সুলতানা আপাকে আপনারা কোথাও দেখেন, গণমাধ্যমের সঙ্গে যারা সংশ্লিষ্ট আপনারা যদি খুঁজে পান দয়া করে প্রকাশ করবেন।
আব্দুল সাঈদকে দেখেন প্রকাশ করবেন। লম্বা লম্বা কথা বলবেন, বক্তৃতা দিবেন, শুধু কথা বলবেন, কাজ না করে এনজিওর ব্যবসার জন্য গলা গরম করবেন, পরিবেশ গেলো-পরিবেশ গেলো।
তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হলো দেশে বিভিন্ন পরিবেশ আন্দোলনের নেতা-নেত্রী রয়েছে। পরিবেশ উপরে তাদের শিক্ষা-দীক্ষা কতটুকু রয়েছে সে বিষয়ে আমরা প্রশ্ন করতে চাই না। পরিবেশ রক্ষার জন্য কাজটা আমরা কোথায় শিখবো।
আপনারা হাতে কলমে আমাদের শিক্ষা দেন না। বিভিন্ন উপকূলে গিয়ে গবেষণা করছেন কিভাবে উপকূল রক্ষা করবেন। বাপাকে ( পরিবেশবাদী সংগঠন) আমরা বলি, আপনারা না কাজ করে শুধু লম্বা লম্বা কাজ কথা বলেন। যদি কাজই করে থাকেন আমরা আপনাদের থেকে শিখতে চাই। পরিবেশ রক্ষার আন্দোলনে আমরা সহযোগিতা করতে চাই।
আওয়ামী লীগের এ নেতা বলেন, শুধু দান পাওয়ার জন্য, বিদেশি পয়সা-ডোনেশন পাওয়ার জন্য কাজ করবেন, কথা বলবেন, কিন্তু দেশের পরিবেশে উন্নয়নে কোন কাজে লাগে আমরা জানতে চাই, তরুণ সমাজ সেটা জানতে চাই। ধান কাটার সময় কিন্তু আপনাদের (পরিবেশবাদী) পাওয়া যায়নি জানিয়ে করোনার ব্যধিতে আপনারা সংকিত, আপনারা বাসার মধ্যে রয়েছেন।
আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের পাওয়া গেছে। আওয়ামী লীগ- ছাত্রলীগের নেতাদের পরিবার রয়েছে, তাদের ঘরেও মা-বোন রয়েছে, জীবনের ঝুঁকি রয়েছে।
সেই ঝুঁকি মোকাবেলা করে কিন্তু দেশের প্রতিটি প্রান্তে খাদ্য হাতে, ত্রাণ নিয়ে, ওষুধ নিয়ে করে আমাদের নেতাকর্মীরা গিয়েছে; আপনাদের আমরা পাইনি। পরিবেশ রক্ষার জন্য আমরা সারাদেশে কাজ করে চলছি আপনাদের আমরা পাইনি।
দেলোয়ার হোসেন বলেন, সারা পৃথিবীর পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ বিপর্যয় রোধে তিনি দেশ-বিদেশে কাজ করে যাচ্ছে।
এক গবেষণায় দেখা গেছে পরিবেশ বিপর্যয়ে বাংলাদেশ মাত্র ৪ পারসেন্ট দায়ী কিন্তু আমরা ফলভোগ করি ১৭ পারসেন্ট এর। এই বিপর্যয় আমাদের গ্রাস করছে যার জন্য আমরা দায়ী না।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনাকে অনুসরণ করে পরিবেশের বিপর্যয় রোধে কাজ করে যাচ্ছি।
পরিবেশের বিপর্যয় রোধে জননেত্রী শেখ হাসিনা ১৯৮৩ সাল থেকে কৃষক লীগের হাত ধরে বৃক্ষরোপণ করে চলছেন। আর তারও আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় থেকে পরিবেশের জন্য কাজ শুরু করেছেন।
আওয়ামী লীগই পরিবেশ দরদী। পরিবেশ রক্ষায় কাজ করে চলেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment