সাম্প্রতিক শিরোনাম

পহেলা এপ্রিল বসবে সংসদ অধিবেশন

একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১ এপ্রিল সকাল ১১টায় বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

সোমবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদের একটি অধিবেশন সমাপ্ত হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

গত ২ ফেব্রুয়ারি সংসদের একাদশ অধিবেশ শেষ হয়। ১২ কার্যদিবসের ওই অধিবেশন গত ১৮ জানুয়ারি শুরু হয়। আগামী জুনের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন বসবে। ফলে এই অধিবেশনটি সংক্ষিপ্ত হবে।

যা সর্বোচ্চ ৮ এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে গত ৬টি অধিবেশনের মতো এবারও অধিবেশন পরিচালনায় সতর্কতা অবলম্বনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

এ ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। টিকা নেওয়ার পরও মন্ত্রী-এমপিদের সবার জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক থাকছে। কারণ ইতিমধ্যে টিকা গ্রহণকারী সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর করোনায় মৃত্যু হয়েছে।

অধিবেশনের প্রথম দিনে তার মৃত্যুর কারণে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করে অধিবেশন মুলতবি করা হবে। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...