পুঁজিবাজারের উন্নয়ন করে সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অন্যান্য সময়ের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। এই অবস্থা ধরে রাখতেই পুঁজিবাজার আরও উন্নয়ন করা হবে।
অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বেসরকারী বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অর্থনীতির জন্য পুঁজিবাজার অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিনিয়োগকারী সপ্তাহ চলবে ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক আলোচনা হয়। অতিমারী করোনার কারণে এবারের উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনার ড. মিজানুর রহমান। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-ইল-ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। একই অনুষ্ঠানের পুঁজিবাজার অর্থনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বিদেশী বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, আরও কী কী পণ্য বাজারে আনা যায় সেদিকে নজর দিতে হবে। মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা ভাল না, ফান্ডের কাঠোমোগত পরিবর্তন করতে হবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৮০-৯০ শতাংশ এবং ১০ শতাংশ সাধারণ বিনিয়োগকারী, তারা এমএফ অথবা বড় ব্রোকার দিয়ে লেনদেন করে। আইসিবি বাদ দিলে কোন ইনভেস্টমেন্ট ব্যাংক নেই।
তিনি বলেন, ওয়ালটন নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা। এছাড়া বন্ড মার্কেট শুরু করতে এনবিআরের সহযোগিতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সিডিবিএল চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেছেন, পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য অডিটরকে আইনের আওতায় আনতে হবে।
অডিটররা ঠিক হলেই আর্থিক প্রতিবেদন ঠিক হবে। আর আর্থিক প্রতিবেদন ঠিক থাকলেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আস্থা পাবে।
তিনি বলেন, পুঁজিবাজার শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে। আর পুঁজিবাজার স্বচ্ছতা আনতে অডিটরকে জবাবদিহিতার আওতায় আনার কোন বিকল্প নেই।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর এ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী বলেছেন, বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য অর্থের উৎস হতে পারে পুঁজিবাজার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে…
সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে…
বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো…
পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর…
রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন,…
দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের…
Leave a Comment