বাংলাদেশের প্রথম ছয়লেনবিশিষ্ট সেতু নির্মাণ হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর ওপর।
আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। এর মধ্যে ব্রিজের ৩০ ভাগ কাজ শেষ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। শুধু কালনাতেই নয়, এ ব্রিজের স্টিল ফ্রেমের কাজ (চলমান রয়েছে) চলছে ভিয়েতনামে। তিনশতাধিক শ্রমিক প্রতিদিন এই ব্রিজ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছ। গোপালগঞ্জ, নড়াইল, খুলনা ও যশোর, বেনাপোলসহ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের সেতু এই কালনা সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ এই সেতু নির্মাণের মধ্য দিয়ে এগিয়ে যাবে।