সোশ্যাল মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে অনেকে দাবী করেন পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের চোর বলেছেন। এ নিয়ে বিভ্রান্তি দূর করতে পররাষ্ট্রমন্ত্রী এক ভিডিও বার্তায় বিষয়টি সম্পূর্ন তুলে ধরেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশ বর্তমানে এক্সপোর্ট ও রেমিট্যান্স সংকটে ভুগছে। তার উপর যদি ১০ লক্ষ প্রবাসী একসাথে দেশে আসে তবে বর্তমান চাকুরিহীনদের সাথে আরও চাকুরিহীনতা বাড়বে। এতে করে সার্বিক দারিদ্রতা বাড়বে ও আইন বিনষ্ট হবে। এতে করে দেশে চুরিচামারি বাড়বে। পররাষ্ট্রমন্ত্রী মূলত দেশের কথা বলেছেন। নির্দিষ্ট করে প্রবাসীদের বলেন নি তারা চুরি করবে কিংবা তারা চোর।
ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এছাড়াও “নবাবজাদা” কথাটার ব্যাখ্যা দেন। এবং আমেরিকায় পিপিই সহ বিভিন্ন করোনার সাথে সংশ্লিষ্ট দ্রব্যাদি রপ্তানীর ব্যাখা দেন। গুজবে সবাইকে বিভ্রান্ত না হওয়ায় জন্য আহবান জানান তিনি।