প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উচ্চধাপে নির্ধারণ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই চিঠি দেওয়া হয়েছে। এতে তিন লাখ শিক্ষক তাঁদের সমস্যা সমাধানে আশার আলো দেখছেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম ও প্রধান শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু তাঁদের বেতন ১৩তম গ্রেডের নিম্নধাপে নির্ধারণ করলে অনেক শিক্ষকের বেতন কমে যাচ্ছে। এতে তাঁরা বৈষম্যের শিকার হবেন।