শনিবার সকাল ১০টায় বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সংগঠনটি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগস্ট শুরু হওয়ার আগে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ। কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যমান বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কারণে সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগ এর সকল ইউনিট সামাজিক দূরত্ব বজায় রেখে ও যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এ সকল কর্মসূচি পালন করবে।