বাংলাদেশে প্রথমবারের মতো সৈয়দপুর রেলকারখানায় নতুন এবং আধুনিক কোচ তৈরির লক্ষ্যে আলাদাভাবে নির্মাণ করা হবে ক্যারেজ কারখানা ।
এই কারখানায় নতুন কোচ তৈরি করা যাবে, ফলে বিদেশ থেকে আর কোচ আমদানি করতে হবে না।
এছাড়া বিদেশে রেলের যে রকম কারখানা থাকে সৈয়দপুর রেলকারখানাকেও সেই অবস্থায় নিয়ে যেতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেজন্য একজন কনসালট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যেই সম্ভাব্যতা যাচাই রিপোর্ট রেলভবনে পাঠানো হয়েছে।
কারখানা নির্মাণ হলে দেশে নিজেরাই সব ধরনের আধুনিক কোচ তৈরি করতে পারব। এর মাধ্যমে সব রুটের ট্রেনের চাহিদা মেটাতে পারব। একই সঙ্গে বিদেশ থেকে কোচ আমদানিও করতে হবে না।
বর্তমানে যাত্রীদের আধুনিক রেলসেবা দিতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে নতুন নতুন কোচ। আমদানি করা নতুন কোচের মধ্যে রয়েছে ২০০ মিটার গেজ কোচ। আমদানি প্রকল্পের আওতায় কয়েক ধাপে কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হচ্ছে।
এর আগে ইন্দোনেশিয়া থেকে ৫০টি ব্রডগেজ কোচ আমদানি করা হয়েছিল। তাছাড়া পাশের দেশ ইন্ডিয়া থেকেও কোচ আমদানি করা হয়েছে। এসব কোচ বিভিন্ন রুটে চলাচল করছে। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রতিটি মিটার গেজ কোচের মূল্য ছিল ৩.০৩ কোটি টাকা।
রেলের ইঞ্জিন সম’স্যা মেটানোর জন্য অলরেডি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে। তারা আমাদের অত্যাধুনিক হাইস্পিড রেল ইঞ্জিন সরবরাহ করবে।