বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 এ সাহায্য করবে জাপান

নদীমাতৃক বাংলাদেশ বদ্বীপ অঞ্চল হিসেবে পরিচিত। তাই সূদুর প্রসারি পরিকল্পনা না নিয়ে আগালে দেশের মুল্যবান ভূমি নদী গর্ভে বিলীন বা দক্ষিনাঞ্চল এর উর্বর ভুমি বঙ্গপসাগরের পানি ঢুকে লবনাক্ত হয়ে যেতে পারে।

এজন্য বাংলাদেশ সরকার 2100 সাল পর্যন্ত দীর্ঘ্য মেয়াদি ডেল্টা প্ল্যান গ্রহন করেছে যার নাম বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100

এই প্ল্যানে জাপান ভিত্তিক সংস্থা “জাইকা” আমাদেরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার ঘোষনা দিয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে “NODI PROJECT” নামের একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে জাইকা।

এই প্রকল্পের আওতায় দেশের নদীগুলোর সঠিক ব্যাবস্থাপনা ও উন্নয়ন কাজ করা হবে। যেখানে প্রযুক্তিগত সহায়তা করবে জাপান।