মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে দেশটির ক্ষমতা গ্রহণ করেছে সেই দেশের সেনাবাহিনী। এ অবস্থায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে মিয়ানমার সীমান্তে টহল বাড়ানো হয়েছে। এই সুযোগে যাতে চোরাকারবারিরা তত্পর হতে না পারে সে জন্য বিজিবি সীমান্তে নজরদারি বাড়িয়েছে।
সোমবার সকাল থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।