করোনা মহামারী মাঝে বাজেট অধিবেশন শুরু হয়েছে স্বল্পসংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতিতে। অতিথি, সাংবাদিক কারোরই ভেতরে যাবার অনুমতি নেই। সংক্রমণ এড়াতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
সংসদ সদস্যদের বসতে হচ্ছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ও গ্লাফস পড়েই তারা অধিবেশনে যোগ দিয়েছেন। কোরাম ঠিক রেখে প্রতিদিন ৮০ বা এরও বেশি সংসদ সদস্য যোগ দিচ্ছেন অধিবেশনে। বয়ঃজ্যোষ্ঠ সংসদ সদস্যদের অধিবেশনে না আসার অনুরোধ করা হয়েছে। অধিবেশন চলাকালীন দায়িত্বরত কর্মচারীদেরও যথাসম্ভব নিরাপত্তায় রেখে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। কর্মচারীদের সংখ্যাও কমানো হয়েছে।
সংসদের মেডিকেল সেন্টারে শনিবার ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এরই মধ্যে ১৭০ জন সংসদ সদস্যকে কোভিড-১৯ পরীক্ষার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এ ক্ষেত্রে বাজেট অধিবেশনের বাকি দিনগুলিতে যারা অংশ নেবেন তাদেরই বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে। গণমাধ্যমের হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত মোট ১৪ জন আইন প্রণেতার করোনা ভাইরাসে আক্রান্ত হবার খবর এসেছে।