সাম্প্রতিক শিরোনাম

বিচারবহির্ভূত হত্যাকান্ড বহাল থাকায় দেশবাসী কেবল উদ্বিগ্নই নয়, হতাশও বটে: মেনন

সাম্প্রতিক সময়ের বিচারবহির্ভূত হত্যাকান্ড সেই ধারাবাহিকতাই চলছে। বিচারবহির্ভূত হত্যাকান্ড কেবল ব্যক্তির মৌলিক অধিকারকেই লংঘন করে না, রাষ্ট্র ও সমাজকেও বিপদের মুখে ঠেলে দেয় বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলের অন্যতম শরিক নেতা রাশেদ খান মেনন।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে সন্ত্রাস বিরোধী দিবস ২৮তম বাষির্কী উপলক্ষে ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় মেনন বলেন, বিএনপি’র দু:শাসনের বিরুদ্ধে ১৪ দল যে লড়াই করেছিল তার অন্যতম দাবী ছিল বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ করা।

সন্ত্রাস ও মাদক নির্মূলের নামে ঐ একই বিচারবহির্ভূত হত্যাকান্ড বহাল থাকায় দেশবাসী কেবল উদ্বিগ্নই নয়, হতাশও বটে।

মেজর (অব:) রাশেদ মো: খান সিন্হা হত্যাকা-কের ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক তরুন প্রতিশ্রুতিশীল নারী শিপ্রা দেবনাথ কে নিয়ে নানামুখী অপপ্রচার চলছে। এটা আমাদের পুরুষতান্ত্রিক ও আমলাতান্ত্রিক সমাজে শিকার হয়েছেন শিপ্রা দেবনাথ। এ অপপ্রচার বন্ধ করার জন্য তিনি নারী সমাজকে সোচ্চার হয়ার আহ্বান জানান।

টেকনাফ অঞ্চলে বিচারবহির্ভূত হত্যাকান্ডের যেসব তথ্য প্রকাশিত হচ্ছে তা থেকে সাধারণ মানুষের মনে একই প্রশ্ন সৃষ্টি হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, ফলে সন্ত্রাস বা মাদক কোনটই নির্মূল হয় নাই বরং বেড়েই চলেছে।

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে যেমন আইনী ব্যবস্থা প্রয়োজন তার চেয়ে বড় প্রয়োজন সামাজিক সচেতনতা ও প্রতিরোধ। রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের মধ্যে সেই সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

১৯৯২ সালের ১৭ আগস্ট রাশেদ খান মেনন এমপি’র হত্যাচেষ্টা চালানো হয়। এবছর দিবসটি পালন উপলক্ষে ওয়ার্কার্স পার্টি দেশব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করে। ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনলাইন ভিডিও কলে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল খালেক, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়, ঢাকা মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম ফজলু, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...