আগামী বাজেটের আগেই রিজার্ভের অর্থ বিনিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিজয়ের মাসে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এটা জাতির জন্য বড় প্রাপ্তি।
এটা কিভাবে আরও কার্যকরভাবে সর্বোত্তম বিনিয়োগ করা যায় সে বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টাডি করছেন।
বৃহস্পতিবার ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে ব্রিফিং এ তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে এ রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করবো। এটা আমাদের অঙ্গীকার। আমরা হিসাব করেই এটা ঠিক করেছি।
চিকিৎসার জন্য বিদেশে রয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।