সাম্প্রতিক শিরোনাম

বিদেশ ফেরত কর্মীরা কর্মসংস্থানে অগ্রাধিকার পাওয়ার যোগ্য : প্রবাসী কল্যাণ মন্ত্রী

মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, অভিজ্ঞতা-বিবেচনায় বিদেশ ফেরত কর্মীরা দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য অগ্রাধিকার পাওয়ার যোগ্য।

রবিবার রাজধানীর ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ-ভবনে তার কর্যালয়ে ‘অনলাইন জুমে’ জাতীয় শ্রম-অভিবাসন ফোরামের এক ভার্চুয়াল সভায় (২য় সভা) সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ভার্চুয়াল সভার আয়োজন করে।

সুষ্ঠু, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করতে সকল অংশীজনকে একযোগে কাজ করারও আহবান জানান।

প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের বিশেষ করে বিদেশগামী কর্মীদের জন্য জীবন বীমায় ভর্তুকি, প্রবাসী কর্মীর সন্তানদের লেখা-পড়ার জন্য বিদেশে স্থাপিত বাংলা স্কুলে আর্থিক সহায়তা ও রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে ২ শতাংশ হারে প্রণোদনা প্রদানের বিষয়টি তুলে ধরেন।

বৈশ্বিক প্রেক্ষাপটে বিদেশে অবস্থানরত ও ক্ষতিগ্রস্ত প্রবাসী কর্মীদের জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা এবং দেশে অবস্থানরত তাদের পরিবারের বিপদগ্রস্ত সদস্যদের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে দেশে ফেরত কর্মিদের পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণের জন্য ৭শ’ কোটি টাকার একটি তহবিল গঠনসহ বিভিন্ন-ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

বিদেশ ফেরত কর্মীদের ৪ শতাংশ সরল-সুদে বিনিয়োগ ঋণ প্রদান করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় সভায় বায়রা’র সভাপতি বেনজীর আহমদ এমপি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. সামছুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম, যুগ্মসচিব নাসরীন জাহান, আইওএম বাংলাদেশ’র চীফ অব মিশন গিওরগি গিগারিও, আইএলও’র কান্টি চীফ টুমো পুটেইনেন, ইউএন উইমেন’র প্রোগাম এনালিস্ট তপতী সাহা, সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশনের প্রোগাম ম্যানেজার নাজিয়া হায়দার।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...