সাম্প্রতিক শিরোনাম

বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশের সহায়তা

লেবাননের বৈরুতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান চিকিৎসা, খাদ্য ও অন্যান্য সহায়তার সামগ্রী নিয়ে রবিবার সে দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে।বন্ধুপ্রতিম দেশগুলোতে সংঘটিত যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমানবাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় বৈরুতে দুর্ঘটনাকবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা দেওয়ার জন্য জরুরি চিকিৎসাসামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরূপণের জন্য রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে চার সদস্যের একটি কারিগরি মুল্যায়নকারী দল বিমানবাহিনীর এই সি-১৩০ জে পরিবহন বিমানের মাধ্যমে লেবাননে পাঠানো হয়।

ফিরতি পথে বিমানটি কিছু প্রবাসী বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনবে। পরিবহন বিমানটি ১২ আগস্ট দেশে ফিরবে বলে আশা করা হচ্ছে। ২ টন চিকিৎসাসামগ্রী, ৮ টন জরুরি খাদ্যসামগ্রী এবং ২ টন খুচরা যন্ত্রাংশ নিয়ে রবিবার লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশে বিমানটি ঢাকা ত্যাগ করে।

১২ সদস্যের এয়ার ক্রু-এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন এ বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। এ মিশন সুসম্পন্ন করার জন্য বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...