সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খানের (জিসাদ) মৃত্যুর ঘটনায় করা মামলায় আসিফের স্ত্রী সাবরিনা শাহিদ নিশিতা, শাশুড়ি রাশেদা শহিদসহ চার আসামিকে জামিন দেননি হাইকোর্ট।
আদালত তাদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন। অন্য দুই আসামি হলেন-আসিফের শ্বশুর এ এস এম শহিদুল্লাহ মজুমদার ও শ্যালক সায়মান শহিদ নিশাত।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। ওই চারজন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন।
আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. অজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
গত ১১ সেপ্টেম্বর ভোর রাতে ঢাকার কলাবাগানে শশুরবাড়িতে মারা যান আসিফ ইমতিয়াজ। শশুর বাড়ির লোকজনের দাবি, ৯তলা ভবন থেকে পড়ে ব্যারিস্টার আসিফ মারা গেছেন।
এ ঘটনায় আসিফের পিতা জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদুল ইসলাম বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মামলায় আসিফের স্ত্রী সাবরিনা শাহিদ নিশিতা, শশুর এএসএম শহিদুল্লাহ মজুমদার, শাশুড়ি রাশেদা শহীদ ও শ্যালক সায়মান শহীদ নিশাতকে আসামি করা হয়। আদালতের নির্দেশে পরবর্তীতে কলাবাগান থানা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে। মামলাটি এখন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) তদন্ত করছে।