করোনাভা’ইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে দেশে ফিরেছেন ৩১৪ বাংলাদেশি। এদের মধ্যে জ্বর থাকায় ৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। বাকিদের পাঠানো হয়েছে আশকোনার হজক্যাম্পে।
জানা যায় চীন থেকে ফিরার সময় যে ভাইরা’স স্ক্যান করা হয় তাতে করোলা ভাই’রাসের কোনো আলামত পাওয়া যায়নি। তবুও বিশেষ তদারকিকে রাখছে সরকার। বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।















