সাম্প্রতিক শিরোনাম

ভারতের কাছে বাংলাদেশ সবসময় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ: হর্ষবর্ধন শ্রিংলা

বাংলাদেশ সবসময় অগ্রাধিকারপ্রাপ্ত দেশ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সম্প্রতি ঢাকা সফরে ভারত কভিড ভ্যাকসিন উৎপাদন করলে বাংলাদেশ পাবে কিনা এমন প্রশ্নের জবাবে একথা জানান ভারতের পররাষ্ট্র সচিব। গত ১৮-১৯ আগস্ট বাংলাদেশ সফর করেছিলেন শ্রিংলা।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় গণমাধ্যমকে ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশকে আমরা সবসময়ই অগ্রাধিকার দেই।

ভারত এখন কভিড-১৯ ভ্যাকসিন তৈরির ভালো পর্যায়ে রয়েছে। আর এই ভ্যাকসিনটি তৈরি হয়ে গেলে বন্ধু, অংশীদার এবং প্রতিবেশী দেশগুলোই অগ্রাধিকার পাবে।

বৈঠক শেষে শ্রিংলা বলেন, কভিড-১৯ চলাকালীন সময়ে হয়ত খুব বেশি যোগাযোগ হয়নি তবে আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে হবে।

আমাদের মধ্যকার দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে এবং তা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মূলত এই বিষয়টির জন্যই তিনি বাংলাদেশে এসেছেন।

ঝটিকা সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রিংলা। সেখানে ভারত ও বাংলাদেশ চিকিৎসা এবং ভ্যাকসিন সহ করোনভাইরাস মহামারি মোকাবেলায় পারস্পারিক সহযোগিতা করার উপায় নিয়ে আলোচনা করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।

মহামারি পরবর্তী বিশ্বে অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।

বৈঠকে দু’দেশের নিরাপত্তা সম্পর্কিত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং ব্যবসা সম্প্রসারণে ভ্রমণ বৃদ্ধি, সরকারী ও চিকিৎসা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া আগ্রহের ক্ষেত্রগুলো ছিল পারস্পারিক সংযোগ বাড়ানো, কভিড পরবর্তী অর্থনীতি পুনর্জাগরণ, চিকিৎসা ও ভ্যাকসিন সহ কভিড মোকাবেলায় পারস্পারিক সহায়তা এবং সম্মিলিতভাবে মুজিব শতবর্ষ উদযাপন।

প্রধানমন্ত্রী ভারত থেকে রেল ইঞ্জিন সরবরাহের বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানা গেছে। গত জুলাই মাসে ভারতীয় রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশকে ১০ টি ব্রড -গেজ (বিজি) ডিজেল লোকোমোটিভ রেল ইঞ্জিন উপহার হিসেবে দিয়েছিল।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...