বাণিজ্যে গতি ফেরাতে করোনার এসময়েও দু-দেশের মধ্যে সোহার্দ্য সম্প্রতির অংশ হিসাবে আরও একটি নতুন সেতু বন্ধনের সৃষ্টি হল। ভারতের সাজিরহাট রেল ষ্টেশন থেকে রবিবার বেনাপোল রেল ষ্টেশনে আসল ৫০ কন্টিানারে সাড়ে ৭শ মে.টন পণ্য। রেলটি বেনাপোলে পৌঁছালে রেল লাইনের দুধারে ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের পক্ষে অভ্যর্থনাসহ বন্দর ও কাষ্টম কর্মকর্তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
এই প্রথম বেনাপোল বন্দরে রেল ওয়াগান থেকে আমদানি পণ্য হ্যান্ডলিং করা হয়।
খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্য আমদানিতে সৃষ্টি হলো নতুন দোয়ার। বাঁচবে সময় ও খরচ, ৩ ঘণ্টায় পণ্য পৌঁছাবে বাংলাদেশে। লাভবান হবে দু’দেশের ব্যবসায়ীরা।
ভারতের মাঝেরহাট থেকে রেল কন্টিনারটি ছেড়ে রবিবার বেলা ১২টার দিকে পৌঁছায় বেনাপোল রেল ষ্টেশনে।
বন্দরের ২২নং গেটের সামনে থেকে বিকাল তিনটার দিকে ব্লেড, শ্যাম্পু, প্যান্টপিস লেজারসহ বিভিন্ন পণ্য আনলোড করা হয়।
৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৫০টি ট্রেনে করে সাড়ে ৭শ টন পণ্য আমদানি করে।
















